কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটমিন সি থাকে। ত্বক উজ্জ্বল রাখতে, কালো দাগ মেটাতে ভিটামিন সি কার্যকর।

দাগ দূর করতে পাতিলেবুর রস কাজে আসে।

ত্বকের দাগ মেটাতে নারকেল তেলও কাজ দেয়।

মুখের কালো দাগ দূর করচে সাহায্য করে হলুদও। এক চামচ হলুদ, এক চামচ পাতিলেবুর রস মিশিয়ে ব্রণের কালো দাগে প্রলেপ দিন। আধঘন্টা পর ধুয়ে নিন।

অ্যালোভেরাও ভালো কাজে দেয়। ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে ঘৃতকুমারী

আর মুখ সবসময় পরিষ্কার রাখতে হবে। নোংরা হাতে ব্রণ স্পর্শ করবেন না।

এছাড়াও ত্বকের কালো দাগের উপর ক্যাস্টর অয়েল মেখে সারারাত রেখে দিন। সকালে উষ্ণ গরম জলে মুখ ধুয়ে ফেলুন।