বিশ্বের প্রায় সবজায়গায় Electric Vehicle- এর চাহিদা বাড়ছে। বাড়ছে তেমনি ইলেকট্রিক গাড়ি। 

পরিবেশ দূষণের হাত থেকেও বাঁচা যায়। আর জ্বালানির যেরকম দাম তাতে ইলেকট্রিক ভ্যাহিকেলের দিকে ঝুঁকছে মানুষ। 

আর আপনি যদি ইলেকট্রিক গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এই তালিকাটি একবার দেখে নিতে পারেন।

Hyundai Kona Electric

এ আছে একটি শক্তিশালী 39.2 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি। এর সাহায্যে সর্বোচ্চ 134 bhp শক্তি এবং 395 Nm maximum torque উৎপন্ন হয়। এই গাড়ির দাম হতে পারে হয়তো ২৪ লক্ষ টাকার কাছাকাছি।

Tata Nexon EV, EV Max

এই ইলেকট্রিক গাড়ি ভারতের বেস্ট সেলিং উলেকট্রিক ভেহিকেল। এই গাড়ির দাম হচ্ছে ১৪ লক্ষ টাকা।

MG ZS EV

এটির দাম ২৬ লক্ষ টাকা। এখানে একটি 50.3 kWh ব্যাটারি আছে।

Audi E-Tron

অডি কোম্পানির এই ইলেকট্রিক গাড়িতে আছে একটি 95 kWh ব্যাটারি। এই গাড়িতে একবার চার্জ করলে আপনি ৪৩০ কিলোমিটার রাস্তা যেতে পারবেন।

Jaguar I-PACE

এই ইলেকট্রিক গাড়িতে আছে 100-kW quick charging ফিচার। খুব কম সময়ে চার্জ হয়। ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ৪০ মিনিট। একঘন্টা সময়ও লাগে না।