বাংলা বিনোদন জগতে নক্ষত্ৰ পতন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ‘একেন’ চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্তের।

সুজন-সৃষ্ট একেনবাবুর হাত ধরেই মঞ্চ থেকে পর্দায় আসেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী।

বুধবার সকালে দক্ষিণ কলকাতার বাড়ি থেকে উদ্ধার হয় ৮০ বছর বয়সি ওই লেখকের দেহ।

সার্ভে পার্ক থানা এলাকার এক বহুতলে থাকতেন লেখক সুজন দাশগুপ্ত

তাঁর ফ্ল্যাটে শোয়ার ঘরের মেঝেতে শৌচাগারের পাশে পড়ে ছিল দেহ। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ।

গত ৫০ বছর ধরে আমেরিকায় থাকতেন তিনি। তবে বেশ কয়েক মাস ধরে কলকাতার ফ্ল্যাটে এসে থাকছিলেন তিনি।

এখনও পর্যন্ত একেনবাবুর মোট ছ’টি সিজন দেখানো হয়েছে। সব ক’টিই জনপ্রিয় হয়েছে। গোলগাল, হাসিখুশি, ভুল-বকা গোয়েন্দাকে খুব কম সময়েই আপন করে নিয়েছে বাঙালি।