দুর্গাপুজোয় ত্বকের জেল্লা ধরে রাখতে একটু বাড়তি যত্নের প্ৰয়োজন হয়।

রোজ রাতে শোবার আগে মুখ ফেসওয়াস দিয়ে ধুয়ে হালকা ক্ৰিম লাগিয়ে ম্যাসাজ করলে ত্বকের জেল্লা ধীরে ধীরে ফিরবে। 

গালের নীচের অংশ থেকে উপরের দিকে ম্যাসাজ করলে ভালো ফল পাওয়া যেতে পারে।

দিনের বেলা রোদে বেরোলে অবশ্যই সানস্ক্ৰিন ব্যবহার করতে হবে। 

ঠোঁটে গোলাপী রঙ পেতে চাইলে অবসর সময়ে মাখন বা দুধের সর লাগিয়ে রাখলে ভালো ফল পাওয়া যায়। 

চুলে অকাল পক্বতা দূর করতে অল্প অল্প করে বেঁটে কেশুত পাতার পেস্ট লাগালে ভালো ফল পাওয়া যেতে পারে। 

ঘন কালো চুল পেতে ভৃঙ্গরাজের তেল খুবই কাজে দেয়।