শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা মায়ের আগমনি বার্তা বয়ে আনে।

নদীর তীরে, রাস্তার ধারে, মাঠভরা কাশবন মায়ের আগমনি বার্তা বয়ে আনে।  

পুজো মানেই পেট পুজো, প্ৰিয়জনদের সঙ্গে জমিয়ে আড্ডা আর প্ৰাণ খোলা হাসি।

পুজো মানেই সাজগোজ, নতুন জামা কাপোড়, আর সবকিছু সুন্দর। 

পুজো মানেই ঢাকের বাদ্দি, ধুনুচি নাচ, মায়ের আরাধনা। 

পুজো মানেই শিউলি ফোটা, শিশির ভেজা সাতসকাল। 

পুজো মানেই মহালয়ার কাকভোরে মায়ের আবাহন।