বাসি মুখে জল পান করলে  কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়।

বাসিমুখে জল খেতে পারলে পেট পুরো পরিষ্কার হয়ে যায়।

বাসিমুখে জল পান করলে যাদের সুগার রয়েছে তাদের সুগার নিয়ন্ত্রণে থাকবে।

শরীর ঝরঝরে হয়। বাসি মুখে গরম জলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করুন।

চর্বি কমে বাসি মুখে জল পান করলে।

যাদের মুখে দুর্গন্ধের সমস্যা আছে বা কোন সমস্যা আছে তারা বাসি মুখে গরম জলে কুলকুচি করে পান করুন।

বদহজম, গ্যাস, অম্বলের সমস্যা দূর হয়।