জ্বর-সর্দি-কাশি হলে এই কয়টি খাবার খান, ফল পাবেন ক্ষণিকের মধ্যে

শীত পড়েছে আবার জ্বর কাশি শুরু হয়েছে ঘরে ঘরে। তবে এটি প্রতিরোধের উপায় জানা আছে প্রায় সবারই

আদা চা : গলা খুসখুসে ভাব দূর করতে আদা চা খান। খুব উপকার পাবেন

লেবু ও মধুর মিশ্রণ খেতে হবে। এটি গলার ভিতরের সংক্রমণ কমায়।

কলা : কলা একটি নন-অ্যাসিডিক খাবার, যা গলা খুসখুসে ভাব কমাতে কার্যকরী

সেদ্ধ গাজর : গাজরকে সুপার ফুড‌ বলা হয়। গাজরের ভিটামিন ও মিনারেলস দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

খান চিকেন স্যুপ।