জীবনে ভালো পথে চলতে হলে গীতাপাঠ করুন প্রতিদিন। গীতাপাঠ আমাদের হতাশা থেকে দূরে রাখে

বর্তমানে বাঁচতে শেখো। অতীত, ভবিষ্যতের চিন্তা করা উচিত নয়। কারণ যা হওয়ার তাই-ই হবে। যা হয়, ভালোর জন্য হয়

পরিবর্তন সংসারের নিয়ম। এখানে সমস্ত কিছু পরিবর্তনশীল। তাই, সুখ, দুখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, মান, অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত

নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাগের ফলে ভ্রম সৃষ্টি হয়

রাগ, কামবাসনা ও ভয়— এগুলি আমাদের শত্রু

ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন

নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মকে এক রূপে দেখতে হবে