পেটের সমস্যা সমাধান করে। কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর করে। হজমেও সাহায্য করে তামার পাত্ৰে রাখা জল।

মানব শরীরে তামা অর্থাৎ কপারের প্রয়োজনীয়তা রয়েছে। যা তামার পাত্র থেকে খেলে শরীরে প্রবেশ করে। এর ফলে শরীরে রক্তের ঘটতি হয় না।

রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে, শরীর সুস্থ রাখতে সহায়তা করে। ত্বকের জন্যও তামার পাত্রে রাখা জল বিশেষ উপকারী। ব্রণ, ব্রেকআউটসের সমস্যা থাকলে তা কমে যায়।  

তামার পাত্রে রাখা জল নিয়মিত পান করলে হাঁটু বা কোমরের ব্যথার সমস্যা দূর হয়। বাতের সমস্যা থেকেও মুক্তি দেয় এই জল। 

তামার পাত্রে রাখা জলকে বিশুদ্ধ বলে মনে করা হয়। ডায়রিয়া, জন্ডিস এবং অন্যান্য রোগের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে।

তামার মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট গুণ থাকে। যা ক্যান্সারের মতো গুরুতর রোগের বিরুদ্ধে মোকাবিলা করতে সাহায্য করে।