কিছু কিছু খাদ্যাভাসের জন্য পুরুষদের শরীরে শুক্ৰাণুর সংখ্যা কমে যাচ্ছে।

বার্গার, পিৎজা, গরু-খাসির মাংস(রেড মিট) ও প্ৰক্ৰিয়াজাত খাবার শুধু পেটের মেদ ও ক্যান্সারের ঝুঁকি শুধুই বাড়ায় না। পুরুষদের শুক্ৰাণুর মাত্ৰাও হ্ৰাস করে।

সন্তান জন্মদানের ক্ষেত্ৰে নেতিবাচক প্ৰভাব ফেলে।

সাম্প্ৰতিককালে এক নতুন গবেষণায় এই তথ্য প্ৰকাশ্যে এসেছে।

গবেষণায় ২৯৩৫ জন ড্যানিশ পুরুষের খাবার পর্যবেক্ষণ করা হয়।

এই গবেষণাটির জন্য গবেষকরা কয়েক ধরনের ডায়েট মেনে পুরুষদের স্পার্মের ওপর পরীক্ষা করেন।

গবেষণায় দেখা গেছে, যারা প্ৰুডেন্ট ডায়েট মেনে চলেন, তাদের স্পার্ম কাউন্ট সবচেয়ে বেশি।