আগরতলা : ত্রিপুরা (tripura) রাজ্য প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মহারাজা বীর বিক্রম কলেজের ৭৫তম বর্ষপূর্তি তথা হীরক জয়ন্তী উপলক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ৯ সেপ্টেম্বর হবে মূল অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের (tripura) মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা (tripura cm)।
শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন ত্রিপুরা (tripura) সরকারের শিক্ষা দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। তিনি আরো বলেন রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তর এবং বীর বিক্রম কলেজ এলামনি এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এই অনুষ্ঠানে দেশের বর্তমান রাষ্ট্রপতির উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু অন্য ব্যস্ততার কারণে তিনি আসতে পারবেন না। বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী।
মূল অনুষ্ঠান হবে ৯ সেপ্টেম্বর। তবে ৫ সেপ্টেম্বর থেকে এই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের প্রথম দিন শুভাযাত্রার আয়োজন করা হবে।
এতে উপস্থিত থাকবেন রাজ্যের (tripura) উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেব্বর্মন, শিক্ষা মন্ত্রী রতন লাল নাথসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথম দিনে কলেজের বিভিন্ন সময়ের ছবি ও অন্যান্য সামগ্রির প্রদর্শনী আয়োজন করা হবে, এর উদ্বোধন করবেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার।
এর পর কলেজের রবীন্দ্র হলে শিক্ষক দিবসের অনুষ্ঠান করা হবে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। এরপর দিন ছয় সেপ্টেম্বর স্বচ্ছতা অভিযানের উপর বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এরপর মলয় নগর এলাকায় কলেজের দত্তক নেওয়ার গ্রামে স্বচ্ছতা অভিযান আয়োজন করা হবে। এই কর্মসূচির সূচনা করবেন অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। এরপর বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হবে।
কলেজের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে ৭৫ টি চারা গাছ লাগানো হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রাসাদ প্রশাইন। এদিন কলেজ কর্তৃপক্ষ আগরতলার (agartala) ক্যান্সার হাসপাতালে ফল এবং মিষ্টি বিতরণ করবে।
বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন। এরপর রাজধানীর উষা বাজার এলাকার অনাথ আশ্রমে ফল এবং মিষ্টি বিতরণ করা হবে।
উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়ক ডা দিলীপ কুমার দাস। ৭ সেপ্টেম্বর ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এর সূচনা করবেন কলেজের ছাত্র এবং বর্তমান বিধায়ক শম্ভু লাল চাকমা। এরপরে অনুষ্ঠিত হবে টার্গঅফওয়ার, ফুটবল প্রতিযোগিতা।
ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য ক্রীড়া এবং যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন সন্ধ্যায় কলেজের হলে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ৮ সেপ্টেম্বর মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হবে।
এদিন বিকেলে কলেজের ইতিহাস নিয়ে আলোচনা করবেন প্রাক্তন অধ্যাপক সহ প্রাক্তন ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানের সূচনা করবেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন। ৯ সেপ্টেম্বর হবে মূল অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সর্বশেষ অনুষ্ঠান হবে ১০ সেপ্টেম্বর।
এই অনুষ্ঠানে এম বি বি কলেজের পাশাপাশি বিবিএম কলেজের অধ্যাপক অধ্যাপিকা তাদের পরিবার-পরিজন, এলা মনে অ্যাসোসিয়েশনের সকল সদস্য তাদের পরিবার পরিজন এবং ছাত্রছাত্রীরা উপস্থিত থাকবেন, আয়োজন করা হবে এক মধ্যাহ্ন ভোজের।