মানুষ সর্বভুক এবং অমানবিক হয়ে পড়েছে তা আরো একবার প্রমাণ হয়ে গেল।
উত্তর-ত্রিপুরা জেলার ত্রিপুরা-মিজোরাম সীমান্তে রবিবার মোট ৬টি প্রকাণ্ড আকারের অজগর সাপ টুকরো টুকরো করে কেটে জনগণের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে সাপগুলোকে ভক্ষণ করে প্রত্যেকে!
রাজধানী আগরতলা থেকে ২২১ কিলোমিটার দূরে ত্রিপুরার স্থানীয় ট্রাইবেল জনগোষ্ঠীর মানুষ অজগর সাপগুলোকে নৃশংসভাবে খাওয়ার জন্যে হত্যা করে বলে জানিয়েছে বন বিভাগ।
অজগরের মাংস টুকরো টুকরো করে কাটার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই পশু অধিকার কর্মীরা এর বিপক্ষে মত প্রকাশ করেছেন।
“বিলুপ্ত প্রজাতির ৬টি অজগরকে খাদ্য হিসেবে ব্যবহার করার জন্যে হত্যা করা হয়েছে। এমন অবৈধ কাজ বন এবং বন্যপ্রাণীকে ধ্বংস করছে এবং এর বিরুদ্ধে কোনপ্রকার কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা স্থানীয় প্রশাসনকে এমন নির্মম কার্যের বিরুদ্ধে কঠোর এবং শীঘ্রই ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
উল্লেখযোগ্য যে, এর আগেও ভারতের মণিপুরে হাতি হত্যা করে পৈশাচিক উল্লাসে সকলে মিলে ভক্ষণ করার সচিত্র সংবাদ প্রকাশ হয়েছিল।