আগরতলাঃ মঙ্গলবার আগরতলায় প্ৰায় সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ রোড শো করলেন বাংলার মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়(Trinamool Supremo Mamata Banerjee)। মমতার সঙ্গে ছিলেন যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তাঁদের দেখতে রাস্তায় অসংখ্য মানুষের ভিড় জমায়েত হয়েছিল।
ত্রিপুরাবাসীকে একাত্মতার বার্তা দিলেন তৃণমূল (TMC) নেত্রী। মনে করালেন, আমাদের ভাষা এক, সংস্কৃতি এক, অভ্যাস এক, ধর্মনিরপেক্ষতার বার্তা এক।
বলে দিলেন, বাংলা আর ত্রিপুরা আসলে ভাইবোন। ত্রিপুরা(Tripura), মেঘালয়(Meghalaya) তথা গোটা উত্তরপূর্ব(Northeast) ভারতের প্রতি তাঁর বিশেষ ভালবাসা আছে, সেটাও এদিন মনে করিয়ে দিলেন তৃণমূল নেত্রী।
এদিন ত্রিপুরার মাটিতে বিজেপিকে (BJP) আক্রমণ করতে বাংলা মডেলকেই হাতিয়ার করলেন মমতা। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, দুয়ারে সরকার থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আশ্বাস দিলেন তৃণমূল নেত্ৰী। ত্রিপুরাবাসীকে দুর্দশা থেকে মুক্তি দেওয়ার স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী। সবুজশ্রী থেকে সমব্যাথী পর্যন্ত বাংলার সরকারের যাবতীয় কর্মসূচির কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ত্রিপুরাবাসীর উদ্দেশে প্রশ্ন করলেন, বাংলা যদি পারে, তাহলে ত্রিপুরা কেন পারবে না?
তৃণমূল নেত্ৰীর স্পস্ট বার্তা, কংগ্ৰেস বা সিপিএম নয়, BJPর বিকল্প শুধু তৃণমূলই(Trinamool)।