ত্রিপুরায় সাফাই অভিযানের সাথে স্বমর্যাদায় পালিত হচ্ছে ১৫০ তম গান্ধী জয়ন্তী।
ত্রিপুরার রাজধানী আগরতলায় প্লাষ্টিক মুক্ত ভারত গড়ার লক্ষ্যে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
প্রভার ফেরির পাশাপাশি আগরতলায় ‘স্বচ্ছতা হি সেবা’ শীর্ষক অভিযানে অংশ নিয়েছেন তিনি। মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিনে ফের সারা দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়েছেন, তাঁরা প্রত্যেকেই যেন এভাবে স্বচ্ছতা কার্যসূচীতে অংশগ্রহণ করে রাজ্য, দেশকে সুন্দর করে তুলতে সহায়তা করেন।
"Swachhata hi Seva."
On the occasion of #GandhiJayanti took part in the #SwachhBharat abhiyan at #Agartala.
I request everyone to actively participate in #SwachhBharat
abhiyan for making a Swachh #Tripura
#MannMeinBapu #SwachhBharat pic.twitter.com/kqyXYI8zh9— Biplab Kumar Deb (@BjpBiplab) October 2, 2019
এদিকে মহাত্মা গান্ধীজীর ১৫০তম জন্মবার্ষিকীতে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন, ‘আজ আমরা মেয়ো রোডে গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে এই দিনটি উদ্যাপন করব। বেলেঘাটায় গান্ধী ভবনের সংস্কার করেছে বাংলার সরকার। সেই ভবনেরও আজ উদ্বোধন হবে।’
বাংলার সরকার যথাযথ ভাবে গান্ধীজয়ন্তী উদ্যাপনের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। পূর্ব মেদিনীপুর জেলায় একটি বিশ্ববিদ্যালয় গড়া হচ্ছে, যা গান্ধীজীকে উৎসর্গ করা হয়েছে।