নয়াদিল্লিঃ সুরা দুর্নীতি কাণ্ডে ফের বিপাকে দিল্লির উপমুখ্যমন্ত্ৰী মণীশ সিসোদিয়া(Manish Sisodia, Deputy CM, Delhi)। তাঁকে ফের CBI তলব করেছে। রবিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
CBI তলবের খবর নিজেই টুইট করে জানিয়েছেন মণীশ সিসোদিয়া (Manish Sisodia, Deputy CM, Delhi) । জানা যাচ্ছে, দুর্নীতি মামলায় সিসোদিয়ার(Manish Sisodia) বিরুদ্ধে নতুন করে কিছু তথ্যপ্রমাণ হাতে পেয়েছেন তদন্তকারীরা, সেই সূত্রেই তাঁকে তলব।
টুইটে সিসোদিয়া(Manish Sisodia) জানিয়েছেন- ‘‘আগামিকাল ফের সিবিআই আমাকে তলব করেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট(ED) এবং CBI সম্পূর্ণ ক্ষমতা আমার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। আধিকারিকরা আমার ঘরে, আমার ব্যাঙ্কের লকারে তল্লাশি চালালেও কোনও প্ৰমাণ পাওয়া গেল না। ’’
সিসোদিয়া(Manish Sisodia) সঙ্গে আরও বলেন- তিনি দিল্লিতে কচিকাঁচাদের উন্নত শিক্ষার ব্যবস্থা করেছেন। কিন্তু তাঁর কাজে বাধা দিতে চেষ্টা করছে বিজেপি। সিসোদিয়া তল্লাশি অভিযানে সবসময়ই CBIকে সহযোগিতা করেছেন বলে উল্লেখ করেছেন।
জানা যাচ্ছে, রবিবার বেলা ১১ টার দিকে দিল্লির CBI অফিসে হাজিরা দিতে বলা হয়েছে সিসোদিয়াকে(Manish Sisodia) । এই বিষয়ে প্ৰতিক্ৰিয়া দিতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্ৰী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM, Arvind Kejriwal) বলেন- দিল্লির সুরা নীতির মামলায় কোনও কেলেংকারী হয়নি। সমস্তটাই মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্ৰ বলে উল্লেখ করেছেন দিল্লির মুখ্যমন্ত্ৰী।