নয়াদিল্লিঃ জামিনে মুক্তি পেলেন এয়ার ইন্ডিয়া(Air India) প্ৰস্ৰাব কাণ্ডে অভিযুক্ত শংকর মিশ্ৰ। মঙ্গলবার দিল্লির পাতিয়ালা আদালত তাঁকে জামিন দিয়েছে। নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তাঁর সহযাত্রীর কম্বলে প্রস্রাব করার অভিযোগ ছিল তাঁর ওপর।
এক লক্ষ টাকার মুচলেকায় জামিন দেওয়া হয়। সোমবার দিল্লির পাতিয়ালা হাউস(Patiala House Court) আদালত মিশ্রের জামিনের আবেদনের উপর আদেশ স্থগিত করেছিল। আজ সেই রায় দিল আদালত।
গত ৭ জানুয়ারি মিশ্ৰকে বেঙ্গালুরু (Bengaluru) থেকে পুলিশ গ্ৰেফতার করেছিল। দিল্লি পুলিশ অভিযুক্ত শংকর মিশ্ৰের(Shankar Mishra) জামিনের বিরোধিতা করে যুক্তি দিয়েছিল- গত ২৬ নভেম্বর বিমানে ,হযাত্ৰী গায়ে প্ৰস্ৰাব করার ঘটনায় আন্তর্জাতিক মঞ্চে ভারতের মানহানি করেছে। তার জবাবে আদালত উল্লেখ করেছে যে মিশ্র যা করেছেন তা লজ্জাজনক হলেও আইন অনুযায়ী মোকাবিলা করতে হবে।
দিল্লি পুলিশ শংকর মিশ্ৰের(Shankar Mishra) বিরুদ্ধে আরও অভিযোগ তুলেছে, ওই ঘটনার পর মিশ্র পুলিশকে সহযোগিতা করেননি। তাঁর মোবাইল ফোন বন্ধ করে গ্রেফতারি থেকে বাঁচতে চেয়েছিলেন। মুলিশ মিশ্ৰের মুম্বইয়ের বাসভবনের কাছে গিয়েছিল, সেখানে তাঁকে পায়নি, সেখান থেকে পুলিশ জানতচে পারে মিশ্ৰ বেঙ্গালুরুতে রয়েছেন। পরে শংকর মিশ্ৰকে তাঁর ফোনের আইএমইআই নম্বরের মাধ্যমে বেঙ্গালুরুতে(Bengaluru) সনাক্ত করা হয় এবং গ্ৰেফতার করা হয়।
আদালত বলেছে যে অভিযোগকারী এবং সাক্ষীদের বক্তব্য পরস্পরবিরোধী। সাক্ষীরা দিল্লি পুলিশের পক্ষে বক্তব্য দিচ্ছেন না।
প্ৰসঙ্গত উল্লেখ্য যে, এই ঘটনার জেরে শংকর মিশ্রকে(Shankar Mishra) বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া(Air India) চার মাসের জন্য বিমান চলাচলে নিষিদ্ধ করেছে।
এছাড়াও বিমান সংস্থাকে এই ঘটনার প্ৰেক্ষিতে অর্থাৎ বিষয়টি যথাযতভাবে সামলাতে না পারার কারণে ৩০ লক্ষ টাকার জরিমানা করেছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA)। পাশাপাশি বিমানের পাইলটকেও ৩ মাসের জন্য সাসপেন্ড করেছে।