
ভারতের একটি অঙ্গরাজ্য হওয়ার পরও বিগত ৬০ বছর ধরে একদিনের জন্যেও নাগাল্যান্ড বিধানসভায় বাজানো হয়নি জাতীয় সঙ্গীত।
তবে এবার ভাষার মাসেই নাগাল্যান্ড বিধানসভায় প্রথমবারের জন্যে বাজানো হল জাতীয় সঙ্গীত।
নাগাল্যান্ড বিধানসভায় জাতীয় সঙ্গীতের সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে।
প্রায় ৬ দশক পর প্রথমবার নাগাল্যান্ড বিধানসভায় বাজল কবিগুরু রচিত জাতীয় সঙ্গীত।
নাগাল্যান্ড ১৯৬৩ সালে পৃথক রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর কেটে গিয়েছে বছরের পর বছর। বিধানসভায় বাজেনি জাতীয় সঙ্গীত।
ভাষার মাসে তথা ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ বিধানসভার অধিবেশনে ভাষণ দেন রাজ্যপাল আর এন রবি। তার আগেই বাজে জাতীয় সঙ্গীত।সেই দুর্লভ মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন নিরাপত্তা আধিকারিক নীতীন এ গোখেল।
১৯৬৩ সালে ভারতের একটি পৃথক রাজ্য হিসেবে স্বীকৃত হয় নাগাল্যান্ড।
এর আগে পর্যন্ত নাগাল্যান্ড অসমের অঙ্গ ছিল। পৃথক রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করার পরও নাগাল্যান্ড বিধানসভায় বাজানো হয়নি জন গণ মন।
১৯৬৩ সালের ১ ডিসেম্বর পৃথক রাজ্য হিসেবে স্বীকৃতি পায় নাগাল্যান্ড। রাজধানী হয় কোহিমা। ১৯৬৪ সালের জানুয়ারিতে প্রথম বিধানসভা নির্বাচনের পর ১১ ফেব্রুয়ারি প্রথম বিধানসভা গঠিত হয়।
সুদীর্ঘ ছয় দশক পর গত ১২ ফেব্রুয়ারি বেজে ওঠে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত পরিবেশনের মুহূর্তে দাঁড়িয়ে যান বিধানসভার সকল সদস্য।
বিগত ছয় দশক ধরে নাগাল্যান্ড বিধানসভায় কেন জাতীয় সঙ্গীত বাজানো হয়নি তার কোন সঠিক কারণ কেউ বলতে পারেন না যদিও অনেকেই মন্তব্য করছেন যে বিধানসভায় জাতীয় সঙ্গীত বাজানোর বিষয়টি বিধানসভার অধ্যক্ষ ইচ্ছা প্রকাশ করা না করার উপর নির্ভর করে।
ভিডিও–তে দেখা যাচ্ছে, বিধানসভার সকল সদস্য উঠে দাঁড়িয়ে জন–গণ–মন গাইছেন। নাগাল্যান্ডের মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি তেমজেন ইমনা আলং জানান, জাতীয় সঙ্গীত বেজে ওঠায় নাগাল্যান্ডের বিধানসভায় এক ইতিহাস রচিত হয়েছে।
বিধানসভার কমিশনার ও সচিব পি জে অ্যান্টনি জানান, কোনও অজ্ঞাত কারণে এতদিন জাতীয় সঙ্গীত বাজানো হয়নি। কিন্তু বিধানসভার সব সদস্যই স্বাগত জানিয়েছেন এই সিদ্ধান্তকে।
স্বাধীনতার পর থেকে রাজ্যে জঙ্গি সমস্যা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ, রক্তাক্ত করেছে এই নাগাল্যান্ডকে।
তবে সরকার সব ধরনের অশান্তি মিটিয়ে রাজ্যের উন্নতি ঘটানোর চেষ্টা করছে।