নয়াদিল্লি: মহম্মদ শামির অসাধারণ আর দুর্ধর্ষ পারফরম্যান্স। অবাক বিস্ময়ে শুধু দেখছে গোটা বিশ্ব। ভারতীয় দল এবার মারাত্মক খেলছে বিশ্বকাপে।
ওডিআই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পাচ্ছেন ভারতীয় দলের পেসার মহম্মদ শামি। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমি-ফাইনালে শামি ৭ উইকেট নেওয়ার পর সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রশংসা করার মতোই কাজ করেছেন শামি। খুশি উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ সরকার শামিকে স্বীকৃতি জানাচ্ছে।
উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, শামির গ্রাম সাহসপুর আলিনগরে একটি মিনি স্টেডিয়াম এবং একটি ওপেন জিম তৈরি করা হবে। সম্মান জানানো হবে শামিকে।
আমরোহার জেলাশাসক রাজেশ ত্যাগী জানিয়েছেন, ‘মহম্মদ শামির গ্রামে একটি মিনি স্টেডিয়াম ও একটি ওপেন জিম তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে।’
উল্লেখযোগ্য যে, শামির আগে ভারতের কোনও বোলার ওডিআই বিশ্বকাপের একটি ম্যাচে ৭ উইকেট নিতে পারেননি।