নয়াদিল্লি: বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা ভারত। সবাই প্রস্তুত। আর মাত্র কিছু সময়।

আশা, এবার বিশ্বকাপ রোহিতের হাতেই উঠবে। এর পিছনের কারণটাও অবশ্য মজাদার। যদিও বিষয়টা কাকতালীয়।

বিশ্বকাপ ফাইনালের আগে ফটোসেশন হলো। ফটোসেশনের সময় রোহিত বাঁ-দিকে দাঁড়িয়েছিলেন। আর প্যাট কামিন্স দাঁড়িয়েছিলেন ডানদিকে।

অতীত বলছে, ওডিআই বিশ্বকাপে ফাইনালের আগে ফটোসেশনে যে সব অধিনায়কেরা বাঁ-দিকে দাঁড়িয়ে ছবি তুলেছেন, তাঁদের হাতে উঠেছে ট্রফি।

যেমন, ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনি, ২০১৫ সালে মাইকেল ক্লার্ক, ২০১৯ ওডিআই বিশ্বকাপে ইয়ন মর্গ্যান- ফটো সেশনের সময়ে প্রত্যেকে বাঁ-দিকে দাঁড়িয়েছিলেন। আর ট্রফি জিতেছেন। যদিও বিষয়টা মজাদার।