নয়াদিল্লি: টাইমড আউট বিতর্কে সরগরম হয়ে পড়েছে ক্রিকেট দুনিয়া। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে একটা দ্বন্দ্ব লেগেছে।
এবং ক্রিকেট ইতিহাসে এই প্রথম ঘটল এমন ঘটনা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ‘টাইমড আউট’ অস্ত্র কাজে লাগিয়ে ম্যাচ জিতেছে বাংলাদেশ। কিন্তু জিতলেও সাকিবের বিপক্ষে চলে গেছেন একদল।
এর নেপথ্যে আছেন স্বয়ং বাংলাদেশের বিতর্কিত ক্যাপ্টেন সাকিব আল হাসান। তিনি তো প্রথম থেকেই বিতর্কের মাঝেই ঢুকেছেন। বাংলাদেশের দর্শকরাই বলছেন, সাকিব দেশের জন্য আর খেলেন না। তিনি বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত।
বিশ্বকাপের আগে থেকে আলোচনায় ছিলেন সতীর্থ তামিম ইকবালকে ছেঁটে ফেলার মাধ্যমে। এবার এঞ্জেলো ম্যাথিউসকে আউট করে সমালোচনার কেন্দ্রে।
যদিও নিয়ম মতেই, ম্যাথিউসকে টাইম আউট করেছেন সাকিব। কিন্তু এর বিরুদ্ধে ক্রিকেট বিশ্ব।
নিয়ম মতে, আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও উইকেট পড়ার পর নতুন ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে ক্রিজে স্ট্যান্স নিতে হবে। আর এই সময়ের মধ্যে ক্রিজে পৌঁছতে ব্যর্থ হলে উক্ত ব্যাটারকে আউট বলে ঘোষণা করা হবে।
তবে এটা সরাসরি নয়, এই আউটের জন্য বিপক্ষ দল যারা থাকবে তাদের আউটের জন্য আম্পায়ারের কাছে আবেদন করতে হবে।
এবং মনে রাখতে হবে, আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাথিউজ প্ৰথম ব্যাটার হিসাবে আউটের শিকার হলেন।
মনে করিয়ে দিতে হয়, এই একইরকম ঘটনার হাত থেকে ১৬ বছর আগে বেঁচেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
তিনিও টাইম আউট হয়ে যেতে পারতেন, কিন্তু করা হয়নি।
সেই সময় সৌরভের সাথে ছিলেন বলা যায় দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রেম স্মিথ।
সেই সময় মানবিকতার পরিচয় দিয়েছিলেন গ্রেম স্মিথ। ফলে টাইমড আউটের শিকার হতে হয়নি সৌরভকে। কিন্তু সাকিব তো আর স্মিথ নন।