কলকাতা: বিরাট বিরাটই। শচিন টেন্ডুলকারের রেকর্ড ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি।
সব থেকে বেশি ওয়ান ডে সেঞ্চুরির নিরিখে সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির এটি ৪৯তম শতরান। ২৭৭টি ওয়ান ডে ইনিংসে কোহলি এ কৃতিত্ব অর্জন করেছেন।
অন্যদিকে সচিন তেণ্ড ৪৫২টি ওয়ান ডে ইনিংসে ব্যাট করে ৪৯টি শতরান করেছেন।
বিরাট কোহলির হিরো শচিন। গোটা দেশ সাক্ষী।
এটা কী কাকতালীয় না কি ? শচিন আগেই ভবিষ্যতবাণী করে দিয়েছিলেন এই রেকর্ড কে ভাঙবে।
সেটা প্রায় বছর বারো আগের কথা। সচিনের জন্মদিনকে বিশেষ ভাবে উদযাপন করতে মুম্বইয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মুকেশ আম্বানি।
সেখানে অনেকেই উপস্থিত ছিলেন। সলমান খানের একটা প্রশ্ন ছিল, সচিন আপনার রেকর্ড কে ভাঙবেন ? সচিনের পরিষ্কার উত্তর ছিল, হয় বিরাট না হয় রোহিত।
একে বলে রতনে রতন চেনে। যিনি সত্যিকারের তিনি শিষ্যের ক্ষমতায় বিশ্বাস রাখেন।