কলকাতা: ৫ নভেম্বর দিনটা ছিল বিরাটের, ভারতের। দুর্ধর্ষ ভারতকে চোখে দেখা যাচ্ছে না এভাবে তুফানের মতো খেলছে দল।
এবং নিজের জন্মদিনের দিন বিরাট কোহলির শতরানের পর সচিন তেন্ডুলকর এক্স প্ল্যাটফর্মে লেখেন, “দারুণ খেললে বিরাট। ৪৯ থেকে ৫০-এ পৌঁছতে আমার ৩৬৫ দিন সময় লেগেছিল। তবে আশা করি তোমার ৪৯ থেকে ৫০-এ পৌঁছতে কয়েক দিন সময় লাগবে এবং আগামী কিছু দিনের মধ্যেই তুমি আমার রেকর্ড ভেঙে দেবে। শুভেচ্ছা।”
বিরাট কোহলিকে শুভেচ্ছা জানান শচিন টেন্ডুলকার।
বিরাট কোহলি শচিনকে গুরু মানেন। এবং আদর্শ হিসেবেই তাঁকে শ্রদ্ধা করেন।
বিরাট আদর্শের পরিচয় দিলেন আবারো। ভারতীয় সংস্কৃতির যথার্থ ধারক-বাহকের মতো সিনিয়রের প্রতি শ্রদ্ধা ঝরে পড়ে কোহলির গলায়।
বিরাট বলেন, ‘নিজের হিরোর রেকর্ড ছোঁয়া আমার কাছে অত্যন্ত স্পেশাল। লোকে তুলনা টানতে পছন্দ করে। তবে সত্যি কথা হল, আমি কখনই ওঁর মতো ভালো হতে পারব না। ওরকম নিখুঁত ব্যাটিংয়ের জন্য আমরা সবাই ওঁর কথা বলি।’