গুয়াহাটিঃ অবশেষে বিরাট কোহলি (Virat Kohli) আমেদাবাদে (Ahmedabad) নিজের স্বাভাবিক ছন্দ খুঁজে পেলেন। ৩ বছর ৪ মাস পর তিনি টেস্ট ক্ৰিকেটে ফের একটি শতরানের মুখ দেখলেন। এর আগে ২০১৯ সালে নভেম্বরে টেস্ট ক্ৰিকেটে শতক অর্জন করেছিলেন। তখন কলকাতার ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে দিবা-নিশি টেস্টে কোহলি (Virat Kohli) ১৩৬ রানের আকর্ষনীয় ইনিংস, খেলেছিলেন।
কোহলি (Virat Kohli) আহমেদাবাদ (Ahmedabad) টেস্টের প্ৰথম ইনিংসে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৪১টি বলে ব্যক্তিগত শতক সম্পূর্ণ করেন। আহমেদাবাদ টেস্টে প্ৰথম ইনিংসে অস্ট্ৰেলিয়া করে ৪৮০ রান। সেই রানের জবাবে ব্যাট করতে ভারত করল ৫৭১ রান। শুভমন গিল ও বিরাট কোহলি(Virat Kohli)র জোড়া সেঞ্চুরি এসেছে ভারতীয় ইনিংসে। এছাড়াও শেষের দিকে বিরাটের সঙ্গে থেকে রানের গতি বাড়ান অক্ষর প্যাটেলও।

আমেদাবাদে টেস্টে শতক অর্জন করার মুহূর্তে বিরাট কোহলি, ছবিঃ বিসিসিআই টুইটার।
অর্ধশতরান করে তৃতীয় দিন শেষ করেছিলেন বিরাট। ম্যাচের চতুর্থ দিন জুড়ে ছিলেন শুধুই বিরাট(Virat Kohli)। বহুদিন পর বিরাট নিজের মহিমায় ধরা দিয়েছেন। একার কাঁধে ভর করে ভারতকে এগিয়ে নিয়ে যান তিনি। ৩ টি ফর্মেটে এটি কোহলির অস্ট্ৰেলিয়ার বিরুদ্ধে ১৬তম শতক। সেইসঙ্গে কোহলি (Virat Kohli) তাঁর টেস্ট কেরিয়ারের ২৮ তম শতক পূর্ণ করলেন।