নয়াদিল্লি: শিষ্য সবসময় গুরুকে অতিক্রম করে যায়, ইতিহাস সাক্ষী । কিন্তু প্রকৃত শিষ্য অহংকারী হয় না, বিনয়ী হয়। শচিনকে এভাবেই প্রণাম করল বিরাট।
গুরুদেবকে প্রণাম জানালেন বিরাট কোহলি। এবং স্ত্রীকে চুম্বন। হাজার-হাজার দর্শকের কানফাটানো উল্লাস, শচিনের আনন্দ। এ যে এক আনন্দঘন আবেগিক পরিবেশ।
বুধবার বিরাট কোহলির ৫০ তম শতরানের পর ওয়াংখেড়ের দৃশ্য গায়ে কাঁটা দেওয়ার মতো হয়ে গেছে সত্যিই।
চলতি ICC বিশ্বকাপে এই নিয়ে তৃতীয় শতরান বিরাটের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সেমিফাইনালেই ঝলসে উঠল বিরাটের ব্যাট। আজকের দিনটি আরও বেশি স্পেশাল একাধিক কারণে।
সচিন তেন্ডুলকরের সামনেই তাঁর রেকর্ড ভাঙলেন বিরাট।
গুরুর সামনে শিষ্যের রেকর্ড। মুম্বইয়ে সচিনের ঘরের মাঠে তাঁর সামনেই রেকর্ড টপকে গেলেন কিং কোহলি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টা সেঞ্চুরির নজির সৃষ্টি করলেন বিরাট।
এবং শুধু এই রেকর্ড নয়, বিশ্বকাপে রান সংখ্যার নিরিখেও সচিনকে টপকে গিয়েছেন বিরাট কোহলি।