ঢাকা: বাংলাদেশের ক্রিকেটার তানজীম হাসান সাকিবকে নিয়ে তুমুল হৈচৈ চলছে ফেসবুকে। তোলপাড় ফেসবুক। হবার কথাও। কারণ সাকিবের এক একটি পোস্ট সামনে আসছে, আর দেখে অবাক হয়ে যাচ্ছে লোকজন। এই অবস্থা!
ফেসবুকে একজন লিখেছেন,নারীদের চাকরি করা নিয়ে তোমার যেই বর্ণবাদী বক্তব্য তার জন্য অবস্যই তোমার জাতীর কাছে ক্ষমা চাওয়া উচিৎ!
বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেট খেলবা আবার সেই দেশের অর্ধেক জনগোষ্ঠী, আমাদের মা-বোনদের চাকরি করা নিয়ে যাচ্ছেতাই মন্তব্য করবে, বিষোদ্গার করবে! এসব তো মানতে পারি না।
তোমার মত তানজীম সাকিবরা সারাজীবন ক্রিকেট খেলে একটা শিরোপা হয়ত আনতে পারবে না!
কিন্তু গার্মেন্টসের ওই লক্ষাধিক নারী শ্রমিক। আমাদের অর্থনীতির গোল্ড মেডেল কিন্তু প্রতিঘন্টায় আনছেন। তোমাদের থেকে তারা আমাদের বেশি দরকার। তাদের কন্ট্রিবিউশান বেশি”।
উল্লেখযোগ্য যে, ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তানজিম সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলেন। এই পোস্ট নিয়েই যত বিতর্কের সূত্রপাত। সেই পোস্টে লেখা আছে, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।
স্ত্রীকে যেই স্বামী বলে- আমার স্ত্রীর চাকরি করার দরকার নেই।
আমি যা পাই তোমাকে খাওয়াব, সে তাকে রাজরানি হয়ে আছে। এখন সে রাজরানি না হয়ে কর্মচারী হতে চায়। আসলে স্ত্রী স্বামীর মর্যাদা বোঝেনি, স্ত্রী নিজের মর্যাদাও বোঝেনি। ঘর একটি জগৎ।
অসংখ্য কাজ রয়েছে। আজ ছেলেদের বেকারত্বের বড় কারণ হচ্ছে- মেয়েরা এগিয়ে আসছে, ছেলেরা কোনো চাকরি পাচ্ছে না। একটি ছেলেকে চাকরি দিলে পুরো পরিবারের উপকার হয়। (অতএব মা-বোনেরা নিজের আত্মমর্যাদা রক্ষার্থে স্বামীর আনুগত্য ও বাসায় অবস্থান করে রানির হালাতে অবস্থান করুন। অতএব মা-বোনেরা দুনিয়া কামাতে যেয়ে আখেরাত না হারিয়ে ঘরে অবস্থান করে স্বামী-সন্তানের খেদমত করে দুনিয়া ও আখেরাত দুটিই কামাই করতে পারবেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাওফীক দান করুন। আমিন।)’
তানজিমের এই পোস্টের স্ক্রিনশট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চলছে তীব্র সমালোচনা।