নয়াদিল্লি: শুভমন গালের প্লেটলেট কমছে। বিশ্বকাপ শুরুর আগেই ডেঙ্গি আক্রান্ত হন শুভমন গিল। ভারতীয় দলের ওপেনার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারেননি। হাসপাতালে ভর্তি করতে হয়েছে শুভমনকে।
জানা গিয়েছে, প্লেটলেট কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভারতীয় ওপেনার গিলকে। গিলের প্লেটলেটের সংখ্যা খুব কমে গিয়েছে।
যদিও খবরটি মাত্রই পাওয়া। এই বিষয় নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে কোনও মন্তব্য করা হয়নি।