নয়াদিল্লি: ছেলে-মেয়ের জীবনের সাফল্যে সব মা বাবাই গর্বিত হয়। সৌরভ ডোনাও তার ব্যতিক্রম নন।
দিন কয়েক আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) একমাত্র মেয়ে Sana Ganguly।
আর, বুধবার লন্ডন বিশ্ববিদ্যালয়ে ছিল সৌরভ কন্যার সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সস্ত্রীক সৌরভ। লন্ডন বিশ্ববিদ্যালয়ে মেয়ের সমাবর্তন অনুষ্ঠানের ছবি ফেসবুকে শেয়ার করেছেন মহারাজ।
সানা গাঙ্গুলি লন্ডন গ্লোবাল ইউনিভার্সিটি (London’s Global University) থেকে অর্থনীতিতে স্নাতক হয়েছেন।
সানাকে শুভেচ্ছা জানিয়ে আগামি সাফল্যের কামনা করেছেন সৌরভ। তবে সানা লন্ডনেই উচ্চশিক্ষার জন্য় থাকছেন। দুর্গাপুজোর সময় সানার কলকাতায় ফেরার কথা রয়েছে।