নয়াদিল্লি: অবশেষে সংসার ভাঙল ক্রিকেট তারকা শিখর ধাওয়ানের। গত বুধবার শিখর ধাওয়ান এবং আয়েষার বিবাহবিচ্ছেদে শিলমোহর দিয়ে দিল দিল্লির এক আদালত।
শিখর ধাওয়ান তাঁর স্ত্রীর বিরুদ্ধে ‘নির্যাতন’-এর অভিযোগ এনেছিলেন। পুরুষ নির্যাতনের শিকার শিখর ধাওয়ান।
শিখর ধাওয়ান বাঙালি বিয়ে করেছিলেন। ২০১২ সালে আয়েষা মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শিখর ধাওয়ান। এই দম্পতির একটি ১০ বছরের পুত্রসন্তানও রয়েছে। নাম জোরাভর ধাওয়ান।
এবং আয়েষা আর ছেলে জোরাভর দু’জনেই অস্ট্রেলীয় নাগরিক।
স্ত্রীর বিরুদ্ধে শিখর ধাওয়ানের অভিযোগ ফ্যামিলি কোর্টের বিচারক হরিশ কুমার গ্রহণ করেছেন। কারণ তাঁরা আগেই জানিয়েছিল যে, এই অভিযোগ মিথ্যা কিনা, তা প্রমাণ করতে পারেননি আয়েষা।
বিচারক তাদের পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছেন এবং অবশেষে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, স্ত্রীর দ্বারা সত্যিই মানসিক নির্যাতনের শিকার হয়েছেন শিখর ধাওয়ান।