কলকাতা: এক আউট নিয়ে এখন হৈচৈ বিশ্ব ক্রিকেটে।
আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে হেলমেট পরিবর্তন করতে গিয়ে সময় দেরি করে ফেলেন ম্যাথিউস।
এরপরই আম্পায়ারের কাছে আপিল করেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। যার ফলে প্রথমবারের মতো এই আউট দেখল ক্রিকেট বিশ্ব। তবে অবশ্যই নিয়মের মধ্যে থেকেই অধিনায়ক হিসেবে সাকিব আবেদন করেছেন।
ম্যাচ শেষে তিনি সংবাদ সম্মেলনে পরিষ্কার জানিয়েছেন, তাকে আবেদন করতে উৎসাহিত করেছিলেন দলের একজন ফিল্ডার।
সাকিব বলেন, ‘আমাদের একজন ফিল্ডার আমার কাছে এসে বলল, যদি আমি আবেদন করি তাহলে (ম্যাথিউস) সে আউট হয়ে যাবে। এরপর আমি আবেদন করি এবং আম্পায়ার আমাকে জিজ্ঞেস করল আমি সিরিয়াস কি না। এটা নিয়মে আছে; জানি না সেটা ভুল নাকি সঠিক।’
অবশ্য কোন খেলোয়াড় আবেদন করার বুদ্ধি দিয়েছিল সেটি বলেননি সাকিব। অধিনায়ক বলেন, ‘নাম বলা যাবে না’।
সাকিব বলেন, ‘মনে হচ্ছিল যেন যুদ্ধে আছি, তাই যা করার ছিল, সেটা করেছি আমি। এ নিয়ে বিতর্ক হবে। কিন্তু এটা যদি নিয়মে থাকে, আমি সেই সুযোগ নিতে পিছপা হব না। অবশ্যই এটা (টাইমড আউট) আমাদের সাহায্য করেছে সেটা অস্বীকার করবো না।’