নয়াদিল্লি: সৌদি আরব এক কথায় এখন পাক্কা ব্যবসায়ী একটি দেশ। এবার নজর তাদের আইপিএলে।
আইপিএলের একটা বড় অংশের অংশীদারত্ব কিনতে চায় সৌদি সরকার। সংবাদ সংস্থার তরফে জানা গিয়েছে, সৌদি সরকার পাঁচশো কোটি ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এই বিষয়ে।
জানা গিয়েছে, আইপিএলকে হোল্ডিং কোম্পানিতে পরিণত করতে চাইছে সৌদি সরকার।
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের প্রিন্স মহম্মদ বিন সলমনের উপদেষ্টা ভারত সরকারের সঙ্গে এই বিষয়ে সরকারিভাবে কথা বলবেন।