নয়াদিল্লি: এ কি শচিন টেন্ডুলকার নাকি স্টিভ স্মিথ? মূর্তি দেখলে অবাক হতে হবে।
সচিন তেন্ডুলকরকে বিশেষ সম্মান জানিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর পূর্ণাবয়ব মূর্তি বসানো হয়েছে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই কাজটি করা হয়েছে।
কিন্তু সেই মূর্তি নিয়েই এখন বিতর্ক।
সচিন তেন্ডুলকরের এই মূর্তিটি বসানো হয়েছে ওয়াংখেড়েতে তাঁর নামের স্ট্যান্ডের পাশে।
সচিনের মূর্তির মুখ দেখে সন্দেহ প্রকাশ করেছেন নেটিজেনরা। চলছে বিতর্ক। সচিনের মুখ স্টিভ স্মিথের মতো হয়েছে বলে মন্তব্য করেন অনেকে।