নয়াদিল্লি: আহ! আক্ষেপ। তীরে এসে তরী ডুবলো। তবুও ভারতবর্ষ আমার দেশ। আবার উঠবে, আবার জিতবে।
কঠোর পরিশ্রম করে একটাও পরাজয় ছাড়া ফাইনালে এসেছিল ভারত। কিন্তু শেষ রক্ষা হলো না।
৫ অক্টোবর আহমেদাবাদের মাঠে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড দ্বৈরথ দিয়ে শুরু হয়েছিলো ২০২৩-র বিশ্বকাপের (ICC World Cup 2023)।
শেষ যুদ্ধে মুখোমুখি হয়েছিলো ভারত ও অস্ট্রেলিয়া। লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে এটা জানা ছিল।
আহমেদাবাদের ১ লাখ ৩২ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামের কোনো কোণা খালি ছিলো না। কিন্তু ভারতের ঘরের মাঠে ভাগ্য সহায় হলো না টিম ইন্ডিয়ার সাথে। ৬ উইকেটের ব্যবধানে জয় ছিনিয়ে নিলো অস্ট্রেলিয়া।
চোখের জলে ভেসে গেল। কিন্তু তবুও ভারতীয় টিম যথেষ্ট মজবুত।
এদিন, টসের মুদ্রা পড়েছিলো অজিদের পক্ষে। প্রথমে বোলিং বেছে নেন প্যাট কামিন্স। যদিও রোহিত শর্মাও ব্যাটিংটাই নিতেন প্রথম।
তবে শুরুটা বেশ ভালোভাবেই করেছিলেন রোহিত শর্মা।
সঞ্চালক রবি শাস্ত্রীকে রোহিত বলেন, “আমরা জানি যে ভাল খেলতে পারিনি। কিন্তু প্রথম ম্যাচ থেকে যে ভাবে খেলেছি তার জন্যে গর্বিত। আজ দিনটা আমাদের ছিল না। আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি। কিন্তু যা চেয়েছিলাম তা হয়নি।”
গ্যালারিতে কেঁদে ফেললেন রোহিতের স্ত্রী রিতিকা সাজদেহ। পেছনে অনুষ্কা শর্মাকেও দেখা যায় লজ্জায় মুখ ঢাকতে।