নয়াদিল্লি: বুধবার তীব্র উৎকন্ঠায় ছিল ভারতবাসী। শেষের একটু আগে উৎকন্ঠা আরো বেড়ে যাচ্ছিল। তবে ম্যাচ উঠিয়ে নিয়েছেন মহম্মদ শামি। ভারত বিশ্বকাপের ফাইনালে উঠে গেল।
ক্রিকেট জ্বরে কাঁপছিল গোটা দেশ। ক্রিকেট জ্বরে কাবু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে উঠতেই প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, “অভিনন্দন টিম ইন্ডিয়া! অসাধারণ পারফরম্যান্স দিয়ে স্মরণীয়ভাবে ফাইনালে প্রবেশ করল ভারত। আমাদের টিমের অসাধারণ ব্যাটিং ও দারুণ বোলিংই ম্যাচ জিতিয়েছে। ফাইনালের জন্য শুভেচ্ছা রইল।”
ভারতের জয়ের পিছনে অন্যতম অবদান মহম্মদ সামির। বিধ্বংসী বোলিং করে সাতটি উইকেট ছিনিয়ে নিয়েছেন শামি।
শামিকে নিয়ে লেখেন, “আজকের এই সেমিফাইনাল ম্যাচটি আরও চিত্তাকর্ষক হয়ে উঠেছিল একক পারফরম্য়ান্সের জন্যও। এই ম্যাচে মহম্মদ সামির বোলিং এবং গোটা বিশ্বকাপ জুড়েই তাঁর পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীরা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। ওয়েল প্লেড সামি!”
অমিত শাহ অভিনন্দন জানিয়ে বলেন, “বসের মতো ফাইনালে প্রবেশ। ক্রিকেটের দক্ষতার কী অসামান্য প্রদর্শন। শো-ডাউনের জন্য শুভেচ্ছা। কাপ নিয়ে আসব আমরা।”