নয়াদিল্লিঃ রবিবার রাতের কাতার বিশ্বকাপের রূপকথার স্বপ্নের ঘোর এখনও কাটেনি। গোটা বিশ্ব ফুটবল জ্বরে আক্ৰান্ত। আর্জেন্টিনার দল তথা লিও মেসি (Lionel Messi) কে অন্তরে নিয়ে এখনও সুখের জগতে রয়েছে গোটা ফুটবল বিশ্ব। আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপ জয়ের পর মেসির সেলিব্রেশন থেকে আরও নানা মুহূর্ত, সবই উঠে এসেছে চর্চায়। বিমানে বসা Messi থেকে বিছানায় বিশ্বকাপ নিয়ে ঘুমন্ত এলএম১০- নানা ছবি হয়েছে ভাইরাল। পাশাপাশি আলোচনা হয়েছে তাঁর সম্পত্তি নিয়ে।

ছবি, সৌঃ ট্যুইটার
এদিকে ঘুমন্ত মেসি(Lionel Messi)র ছবি ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে বিশ্বকাপ ট্ৰফি ধরে বালিশে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন বিশ্ব ফুটবলের যুবরাজ। কার্যতই বহু আকাঙ্ক্ষার বিশ্বকাপের ট্রফি এখন সর্বক্ষণ সঙ্গে রাখতে চাইছেন তিনি। ভক্তরাও সেই ছবি দেখে উচ্ছ্বসিত।
বর্তমানে বিশ্বের অন্যতম ধনী অ্যাথলিট হলেন আর্জেন্টিনা(Argentina)র লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর বার্ষিক আয় বর্তমানে ৪ কোটি ৩০ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় সাড়ে তিনশো (৩৫০) কোটি টাকারও বেশি। মেসির মোট সম্পদের পরিমাণ ৪০ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৩ হাজার ৩০০ কোটি টাকারও বেশি।
বিশ্বকাপ পাওয়ার পর মেসি(Lionel Messi)র ব্ৰ্যান্ড ভেল্যু আরও বেড়ে গিয়েছে। মেসির জীবনযাপনও রাজকীয়। Argentinaর বাসিন্দা হলেও বছরের অধিকাংশ সময় স্পেন(Spain)এই কাটে তাঁর। সেখানে ৭০ লক্ষ মার্কিন ডলার মূল্যের একটি প্রাসাদ রয়েছে মেসির। ভারতের হিসেবে এই মূল্য ৫৮ কোটি টাকা।
গোটা বিশ্ব তো বটেই সারা আর্জেনন্টিনা জুড়ে চলছে বিশ্বকাপ জয়ের সেলিব্ৰেশন।
একটা প্ৰাইভেট বিমান রয়েছে। তাতে রয়েছে রান্নাঘর, দুটো শৌচাগার, ১৬ জন যাত্রীর বসার জায়গা! রয়েছে ৮ টি বিছানা। বিমানের লেজের দিকে রাখা আছে মেসির জার্সি নম্বর- ১০! মূল্য দেড় কোটি মার্কিন ডলার। এছাড়া জামাকাপড়ের শখেও মেসি অতুলনীয়। ফ্যাশন সচেতন লিও মেসির একটি প্রিয় স্যুটের মূল্যই প্রায় ৫ হাজার মার্কিন ডলার। অর্থাৎ ৪ লক্ষ টাকারও বেশি!
সব মিলিয়ে কাপজয়ের রেশ কাটা তো দূরের কথা, এখনও সারা পৃথিবী জুড়েই মেসিদের বিশ্বজয়ের সেলিব্রেশন অব্যাহত।