কলকাতা: ইজরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধে ভারত ইজরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। তবে আরেক ঘটনা দেখা গেল ।
ফিলিস্তিনের পতাকা হাতে দেখা গিয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচে। এবং ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে প্রবেশ করায় চারজন যুবকে আটক করেছে কলকাতার পুলিশ।
স্থানীয় পুলিশ এই বিষয়ে জানিয়েছে, চার জনের দুইজনকে ছয় নম্বর গেটের কাছ থেকে ফিলিস্তিনের পতাকা-সহ আটক করা হয়েছে। এবং বাকি দুই জনকে আটক করা হয়েছে জি-১ ব্লক থেকে। এখন পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।