নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খেলার প্রতি ভীষণ দায়িত্ববান এবং গুরুত্ব দেয়া ব্যক্তি। খেলোয়াড়দের সবসময় উৎসাহ দেন মোদি।
এবার অলিম্পিক গেমস আয়োজনে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ২০৩৬ সালে অলিম্পিক গেমস আয়োজন করতে চায়, জানান মোদি।
মোদী বলেছেন, অলিম্পিক আয়োজন করতে দেশ কোনও খামতি রাখবে না। মুম্বইয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (IOC) ১৪১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, “অলিম্পিকের আয়োজন করতে ভারত খুব আগ্রহী। ২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করার প্রচেষ্টায় ভারত কোনও ত্রুটি রাখবে না। এটা ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন। IOC-র সহায়তায় আমরা এই স্বপ্ন পূরণ করতে চাই।”
“খেলাধূলা শুধুমাত্র পদক জয়ের জন্য নয়, এটি হৃদয় জয় করারও সেরা উপায়। এটি শুধুমাত্র চ্যাম্পিয়নদের জন্ম দেয় না বরং শান্তিরও প্রচার করে।”