নয়াদিল্লি: নীরজ চোপড়ার জয়জয়কার। এশিয়ান গেমসে (2023 Asian Games) নীরজ চোপড়া (Neeraj Chopra) স্বর্ণপদক জিতেছেন।
নীরজ চোপড়ার প্রথম থ্রো ছিল ৮২.৩৮ মিটারের, দ্বিতীয় থ্রো ৮৪.৪৯ মিটারের। চতুর্থ থ্রো ছিল ৮৮.৮৮ মিটারের। আর পঞ্চম থ্রো ৮০.৮০ মিটারের।
এদিকে কিশোর জেনা রুপো জিতেছেন। ৮৭.৫৪ মিটার থ্রো-র দৌলতে রুপো জিতলেন তিনি। এটি জেনার ব্যক্তিগত সেরা পারফরম্যান্স।