নয়াদিল্লি: মনের জোর আর কঠোর পরিশ্রম, অনুশীলনে মানুষ কতদূর চলে যেতে পারে তার উদাহরণ মহম্মদ শামি।
শামির পারফরম্যান্স দেখার মতো। তিন ম্যাচে ১৪ উইকেট। বিশ্বকাপে দুবার পাঁচ। একদিনের ক্রিকেটে মোট চারবার। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন মহম্মদ শামি।
মহম্মদ শামি বলেছেন, “আমি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। সঠিক জায়গায় বল ফেলার চেষ্টা করি। সবসময় ধারাবাহিকতা বজায় রাখতে চাই। বড় টুর্নামেন্টে একবার ছন্দ হারিয়ে গেলে ফিরে পাওয়া খুব মুশকিল। তাই লাইন এবং লেন্থ ধরে রাখা হচ্ছে আমার মূল লক্ষ্য। সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকতাই আসল। সঠিক জায়গায় বল রাখলে পিচ থেকে সাহায্য পাওয়া যায়। আমি সেই চেষ্টা করি।”
শামি কৃতজ্ঞতা জানান।