নয়াদিল্লি: সব অপেক্ষার অবসান ঘটল। বারাণসীতে অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

স্টেডিয়ামটির আশা ছিল অনেকদিনের। আগামি ৩০ মাস ধরে ৪৫১ কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়ামটি তৈরি করা হবে।


আজ , শনিবার শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন তেণ্ডুলকর, সুনীল গাভাসকর, কপিল দেবরা। এছাড়াও বিসিসিআই (BCCI) সভাপতি রজার বিনি, সচিব জয় শাহরা ছিলেন।
জানলে ভালো লাগবে বারাণসীর এই স্টেডিয়ামটি বেলপাতার আদলে তৈরি হবে। এবং স্টেডিয়ামে কাশী এবং শিবের ছোঁয়া থাকবে। পুরো শিবের কাছে থাকা বস্তুর আদলেই সমস্তটা হবে। ভিআইপি গ্যালারিটি ডুগডুগির বা ডমরুর মতো দেখতে হবে।
ফ্লাড লাইটগুলি হবে ত্রিশূলের আকারের।