নয়াদিল্লি: হাঁটুর অস্ত্রোপচার (knww operation) করাতে হয়েছে মার্ক জুকেরবার্গকে (Mark Zuckerberg)। মিক্সড মার্শাল আর্টসের (Mixed Martial Arts) প্রশিক্ষণ নেওয়ার সময় লিগামেন্ট ছিঁড়ে ভর্তি হন হাসপাতালে। অস্ত্রোপচার করতে হয়।
নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরটি দেন মেটা প্ল্যাটফর্মস আইএনসি চিফ এগজিকিউটিভ অফিসার।
ক্যাপশনে লিখেছেন, ‘স্পারিংয়ে এসিএল (ACL) ছিঁড়ে ফেলেছিলাম, এই মাত্র সেটা প্রতিস্থাপনের অস্ত্রোপচার করিয়ে বের হলাম’।