কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি সব জায়গায়। এবার ভারতীয় ক্রিকেট দলের জার্সি নিয়ে আপত্তি তাঁর। কেন্দ্রীয় সরকারকে এই নিয়ে বিঁধলেন ।
জার্সির রঙ কেন গেরুয়া এনিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ‘সবকিছু গেরুয়া করে দেওয়া হচ্ছে। রাজনীতি চলছে’।
মমতার কথায়, ‘আমরা, আমাদের ভারতীয় খেলোয়ারদের নিয়ে গর্বিত। এবং আমি বিশ্বাস করি যে, ওরা বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে। উসকো ভি গেরুয়া বানায়া দিয়া।’
এদিকে প্রধানমন্ত্রীর নামে স্টেডিয়াম হওয়া নিয়েও খোঁচা দিলেন মমতা। ‘মনিষীর নামে করুন, আপত্তি নেই, কিন্তু সবকিছু এখন হচ্ছে নমোস্তের নামে হচ্ছে। এটা কখনও চলতে দেওয়া যাবে না।’
বলেন,’ আমিও ৩৪ বছর ধরে সংঘর্ষ করেছি। আজও করতে হচ্ছে। প্রথমে সিপিএম-র সঙ্গে সংঘর্ষ করেছি। এখন দিল্লির পার্টি হাউজের সঙ্গে সংঘর্ষ করতে হচ্ছে। সব টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। গরীবদের টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। বহুতল বানায় কারা ? শ্রমিকরা, কিন্তু বড় বিল্ডিং তৈরি হয়ে গেলে কেউ তাঁদের খেয়াল রাখে না।