ঢাকা: বাংলাদেশ ক্রিকেটে এবার লিটন দাসকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সাংবাদিকদের সাথে তিনি খারাপ আচরণ করেছেন, সেই নিয়েই চলছে বিতর্ক।
বিশ্বকাপে খারাপ ফলের পরে সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন লিটন দাস। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষমা চাইলেন তিনি।
সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছেন লিটন। সেখানে বাংলায় তিনি লেখেন, ‘‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি, সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পিছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’’
তবে বিতর্ক চলছেই এ নিয়ে।