ঢাকা: তানজিম সাকিবের হিপোক্রেসি ধরা পড়ে গেছে। একদম আন্তর্জাতিক দেশগুলো পর্যন্ত সাকিবের চরিত্র জেনেছে। ভারতেও তাকে নিয়ে সমালোচনা চলছে।
এই বাংলাদেশি ক্রিকেটার জাতীয় সঙ্গীত গাওয়া বা বিজয় দিবস পালন করাকে ঘৃণা করেন। তানজিম হাসান সাকিবের একটি ভিডিও দেখা গিয়েছে তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছেন না। এই কারণেই তাঁকে রাষ্ট্রদ্রোহী তকমা দেন বাংলাদেশি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। নারীদের বিরুদ্ধে চরম বিদ্বেষমূলক কমেন্ট করেছেন সাকিব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস জানান যে ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন তানজিম হাসান সাকিব।
অভিনেত্রী লেখেন, ‘মগজ ভর্তি নারীবিদ্বেষ ও ধর্মান্ধতা নিয়ে যেকোন মানুষ বাঁচতেই পারে,সেটা তার মতাদর্শ। কিন্তু যখন একজন প্রকাশ্যে সেসব পিছিয়ে থাকা মতাদর্শ নিয়ে বর্বর সময়কে ইঙ্গিত করে তখন সেই মতাদর্শকে আর বাড়তে দেওয়া ঠিক না।
সাধারণ মানুষ হলেও এড়িয়ে যাওয়া যায়,কিন্তু একজন জাতীয় দলের ক্রিকেটার যার লক্ষ লক্ষ ফলোয়ার তাকে কোনভাবেই ছাড় দেওয়া যায়না। তাহলে ঘৃণার চাষাবাদ বাড়তে বাড়তে দেশ আইয়ামে জাহেলিয়ার দিকে আগাবে’।