কলকাতা: উত্তেজনার খেলা আসছে। ডার্বি মানেই উত্তেজনা। এবং ২৮ অক্টোবর আইএসএলের প্রথম ডার্বি।যুবভারতীতে রাত আটটায় শুরু ম্যাচ।
বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগের প্রাথমিক পর্বের সূচি প্রকাশিত হয়েছে। আইএসএল শুরু হবে ২১ সেপ্টেম্বর।
কোচিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে কেরল ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসি।
ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ আছে ২৫ সেপ্টেম্বর। সেদিন লাল-হলুদ মুখোমুখি হবে জামসেদপুর এফসি।
কোথায় দেখবেন?
Sports 18 চ্যানেলে সরাসরি দেখা যাবে লিগের খেলাগুলি ও জিও সিনেমা অ্যাপে আইএসএলের ম্যাচগুলো সরাসরি দেখতে পারবেন বিনামূল্যে।
আইএসএল ১০-এর ম্যাচগুলি প্রাইমটাইমেই শুরু হবে, রাত আটটায় ও ডাবল হেডারের দিনগুলিতে প্রথম ম্যাচ বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে।