গুয়াহাটিঃ প্রতিপক্ষ দল অস্ট্রেলিয়া(Australia)র বিরুদ্ধে একদিনের সিরিজের (India vs Australia ODI) প্রথম ম্যাচেই আশঙ্কা উড়িয়ে জয় হাসিল করে নিল ভারত(India)। প্রথমে ব্যাট করে অস্ট্রিলিয়া (Australia) তুলেছিল ১৮৮ রান। জবাবে ৩৯.৫ ওভারেই ৫ উইকেটে ১৯১ রান তুলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
দুর্দান্ত ব্যাটিং করলেন লোকেশ রাহুল। ৬১ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় হাসিল করল ভারত(India)। শুরুতে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয় টিম ইন্ডিয়াকে।
দ্বিতীয় ওভারেই মার্কাস স্টয়নিসের বলে এলবিডব্লিউ হন ঈশান কিশান (৩)। রিভিউ নিয়েও বাঁচেননি। পঞ্চম ওভারে আবার ধাক্কা ভারতীয় শিবিরে। এইভাবে ৫ ওভারের মধ্যে ১৬ রানে ৩ টি উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে ভারত। শুভমন গিল চাপ কাটানোর চেষ্টা করলেও বেশিক্ষণ স্থায়ী হননি। ৩১ বলে ২০ করে প্যাভেলিয়নে ফেরন। লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার জুটিতে ওঠে ৪৪। হার্দিক ২৫ রান করার পর জুটি ভাঙেন স্টয়নিস।
শেষপর্যন্ত লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা চাপ কাটিয়ে ভারতকে জয় এনে দেন।