নয়াদিল্লি: ভারত পাকিস্তান ম্যাচের দিন জমকালো অনুষ্ঠান হবে। তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে অনুষ্ঠান হয়নি। এবার সেই আক্ষেপ মুছে যাবে।
শনিবার মহালয়ার দিন ভারত-পাকিস্তান ম্যাচ। ভারত পাকিস্তান ম্যাচ মানেই দুরন্ত উত্তেজনা। ভারত পাকিস্তান ম্যাচের আগে অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যেতে পারে অরিজিৎ সিং এবং সুনিধি চৌহ্বানকে।
বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে,সেদিন দুপুর ১২:৪০ থেকে শুরু হবে অনুষ্ঠান। এবং দুপুর ১:১০ নাগাদ অনুষ্ঠান শেষ হবে।
এছাড়াও ভারত পাকিস্তানের ম্যাচ এবং অনুষ্ঠান দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে বিসিসিআই-এর গোল্ড কার্ড পাওয়া তারকাদের। তালিকায় আছেন, সচিন তেন্ডুলকর, অমিতাভ বচ্চন, রজনীকান্ত ওঁরা ।