নয়াদিল্লি: লক্ষ্যটা খুব বড় ছিল না। কিন্তু ভারত দুর্ধর্ষ খেলেছে। টানটান উত্তেজনাময় একটা ম্যাচ ছিল।
ভারতকে ২২৯ রানে বেঁধে ফেলে জয়ের আশা করেছিল ইংল্যান্ড। কিন্তু সে তো অনেকদূর। ব্যাটিং ব্যর্থতায় ১৫.১ ওভার বাকি থাকতেই গুটিয়ে গেছে মাত্র ১২৯ রানে।
ভারতের জয় ১০০ রানে। ভারতকে রোখা যাচ্ছে না।
রোহিতের বিধ্বংসী ব্যাটে আর মহম্মদ শামির দু্র্দান্ত বলে পাখির মতো উড়ে গেল ইংল্যান্ড। ১০০ রানে তাদের হারাল ভারত। এই নিয়ে বিশ্বকাপে টানা ছ’টি ম্যাচ জিতল তারা।