নয়াদিল্লি: আগামিকাল ১৯ নভেম্বর জেগে থাকবে গোটা ভারত। ১৯ নভেম্বর ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল। উত্তেজনাময় একটি দিন।
বিশ্বকাপ ফাইনাল ঘিরে আমদাবাদে চাঁদের হাট বসবে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বসে দেখবেন বিশ্বকাপ ফাইনাল।
তবে জানা গিয়েছে, এদিন তারকার মেলায় যোগ দিতে পারছেন না অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনী অ্যালবানিজ। অজি প্রধানমন্ত্রীকে মোতেরায় বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়। তবে তিনি তাঁর প্রতিনিধি হিসেবে আমদাবাদে পাঠাচ্ছেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার রিচার্ড মার্লেসকে।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে বিশ্বকাপ ফাইনাল। উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার রিচার্ড মার্লেস। গুজরাট সরকারের তরফে বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।
আরো বিশেষ আয়োজন তো থাকছেই। নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে উঠেছে। আর বৃহস্পতিবার অস্ট্রেলিয়া জিতেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০০৩ সালের পর আবার ভারত ও অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে খেলবে বিশ্বকাপের ফাইনালে। খেলাটা যে বিশাল চ্যালেঞ্জিং হবে এটা বলাই বাহুল্য।