নয়াদিল্লি: চাপা পড়ে গেল ভারতের কাছে নিউজিল্যান্ড। একদম শোধ নিয়ে নিল ভারত। শেষের দিকে স্নায়ুর উত্তেজনা শুরু হয়ে গিয়েছিল সকল ভারতবাসীর। কিন্তু শেষ অবধি একদম মাঠে ফেলে দিল ভারত।
সেমিফাইনাল ম্যাচে ভারতের ৩৯৭ রানের সামনে পেরে উঠলেন না কিউইরা। তাঁরা চেষ্টা করেছিলেন। কিন্তু ভারতের ব্যাটিংয়ের মতোই বোলিংয়েও এবার দুর্ধর্ষ করছে। ফলে ভারসাম্য বজায় রাখতে পারেনি নিউজিল্যান্ড।
দুর্দান্ত শামি। ওঁর তুলনা নেই। মহম্মদ শামি একাই সাত উইকেট নিয়ে নজির গড়লেন।