নয়াদিল্লি: সোমবারটা সোনাময় হয়ে গেল। চিনের এশিয়ান গেমস থেকে ভারতকে প্রথম সোনা এনে দিলেন শুটাররা।
১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে সোনা জিতেছে ভারত। সোনা জয় করেছেন দিব্যাংশ পানওয়ার, ঐশ্বর্য তোমর, রুদ্রাংশ পাটিল।
পুরুষদের এই ইভেন্টে ভারতের পয়েন্ট হচ্ছে ১৮৯৩.৭।
সোনা জয়ের পাশাপাশি রোয়িং থেকে আরও এক ব্রোঞ্জ জিতেছে ভারত। মেন্স ফোর বিভাগে ব্রোঞ্জ জয় করেছেন ভারতের যশবিন্দর, ভীম, পুনিত এবং আশিস।